মাহাকালিতে মৃত শিশুকে বাঁচাতে ওঝা’র ১ দিনের চিকিৎসা!

মো. হোসনে হাসানুল কবির: সাপের কামড়ের পর মারা যায় ২ বছর বয়সি এক শিশু। পরিবারের লোকজন যখন শিশুকে দাফন করার প্রস্তুতি নিচ্ছিল তখনই শিশুটিকে বাঁচিয়ে তুলতে ১ দিনের সময় চান এক ওঝা। শনিবার সকাল থেকে শিশুটির নিস্তেজ শরীরের চিকিৎসা করছেন ওই ওঝা।

শনিবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওঝা ওই শিশুটির চিকিৎসা অব্যাহত রেখেছেন। আশ্চার্যজনক ঘটনাটি ঘটছে জেলার সদর উপজেলার মাহাকালি ইউনিয়নের উত্তর বাগেসর গ্রামে। মৃত শিশুটির নাম আসওয়াত। সে ওই গ্রামের মো. আলী দেওয়ানের ছেলে।

এলাকাবাসী জানান, শিশু আসওয়াতকে সাপে কামড় দিলে সে শনিবার সকাল ১০টার দিকে মারা যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী শিশুটিকে দাফন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় এক ওঝা (৫০) শিশুটিকে বাঁচাতে তার স্বজনদের কাছে ১ দিনের সময় চান। তিনি প্রতিশ্রুতি দেন, ২৪ ঘণ্টা চিকিৎসা করলেই শিশু তাসওয়াত প্রাণ ফিরে পাবে।

তার অনুরোধে তাকে ১ দিনের সময় দেয়া হয়। পরে ওঝা বিভিন্ন মন্ত্র পড়ে তার চিকিৎসাকার্যক্রম শুরু করেন।

শিশুটির বাবা মো. আলি দেওয়ান ব্রেকিংনিউজকে বলেন, অকালে কেউ শিশুপুত্রকে হারাতে চায় না। ওই ওঝা অনেক অনুরোধ করায় এবং এলাকাবাসীর পরামর্শে তাকে ১ দিনের সময় দিয়েছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাাড়ির আঙ্গিণায় একটি বিছানায় শুয়ে দিয়ে শিশুটির নিস্তেজ শরীরের চিকিৎসা করছেন ওঝা। এ চিকিৎসা দেখতে আশপাশের উৎসুক জনতা ভির করেছেন।

ব্রেকিংনিউজ

Leave a Reply