মো. হোসনে হাসানুল কবির: জেলার সদর উপজেলার মাহাকালি ইউনিয়নের উত্তর বাগেসর গ্রামে সাপের কামড়ের মারা যায় ২ বছর বয়সি এক শিশু। পরিবারের লোকজন যখন শিশুকে দাফন করার প্রস্তুতি নিচ্ছিল তখনই শিশুটিকে বাঁচিয়ে তুলতে ১ দিনের সময় চান এক ওঝা।
শনিবার সারা দিন সারা রাত ওঝার ঝারাপোছা করার পর রবিবার সকালে ওঝা সামসুল হক বলেন, আল্লাহ আমাকে কোন দিনও নিরাশ করে নাই, আজ আল্লাহ আমার দিক থেকে মুখ ফিরাইয়া রইল।
পরে তার সাথে কথা বলার চেষ্ঠা করলে সে আর কথা বলতে চায় নাই।
রাতে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, রংপুর থেকে একজন ওঝা আসবে একটা ঔষুধ নিয়ে ওটা খাওয়ান হলে ভালো হতে পাড়ে।
সেই ওঝার জন্যে সারা রাত অপেক্ষা করে থাকা গ্রামবাসী জানতে পারে ওই ওঝা আসবে না। যে ঔষুধ আনার কথা সেই ঔষুধ পাওয়া যায় নাই। তাই সে আসে নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের সামনে একটি বিছানায় শুয়ে ওঝা সারা দিন সারা রাত শিশুটির নিস্তেজ শরীরের চিকিৎসা হিসাবে তেল দিকে মালিস করতে থাকে এবং দোয়া পরে ফু দিতে থাকে।
রাত ২টার দিকে ওঝা বলে, শিশুটির শরীরের কিছু পরিবরতন লক্ষ্য করা যাছে। শরীরের কিছু অংশ গরম হচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, হাতের একটা আঙ্গলের উপরের অংশ কেটে দেখে যমাট বাধা রক্ত পড়ছে। দেখতে আশপাশের উৎসুক জনতা ভির করে।
পরে সকাল ৮টায় শিশুটিকে দাফন করা হয়।
ব্রেকিংনিউজ
Leave a Reply