টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাঁও বাজারের রাস্তা দখল করে রাতের আধারে বহুতল ভবন নির্মান কাজ চলছে। এতে পাচঁগাও বাজার দোকান মালিক কর্মচারী ও এলাকার লোকজনের মনে ক্ষোভ বিরাজ করছে। দশত্তর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী রাজু আহমেদ এলাকার কতিপয় নেতৃস্থাণীয় ব্যাক্তিবর্গকে ম্যানজ করে এ নির্মান কাজ চালিয়ে যাওয়ায় সাধারণ জনগণ মুখ ফুটে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।
জানাগেছে, দশত্তর গ্রামের লোকমান সেখের ছেলে রাজু আহমেদ বিগত ১ মাস যাবৎ রাতের আধারে সাতুল্লা-কলমা সংযোগ সড়কের পাচঁগাও বাজারের বহুল প্রচলিত রাস্তার মধ্যে বহুতল ভবন নির্মান করছে। পাচঁগাওঁ ভূমি অফিসের ৫০ গজের মধ্যে রাস্তা দখল করে এ বহুতল ভবন নির্মাণ কাজ চললেও প্রশাসন রহস্যজনক নিরব ভূমিকা পালন করছে। এলাকাবাসী জানান রাজু স্থাণীয় কিছু নেতাকর্মি দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে এ নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে পাচঁগাওঁ ভূমি অফিসের তহসিলদার রফিকুল ইসলাম এর মোবাইলে একাধিকবার সাংবাদিকরা ফোন করলেও সে ফোন রিসিভ করেনি।
টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি বীথি দেবনাথ জানান, আমি বিষয়টি আবশ্যই তদন্ত করে দেখছি।
বাংলাসংবাদ
Leave a Reply