মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাত ব্যক্তি আহত হয়েছে। এ সময় এক রাউন্ড গুলিও ছোড়া হয়। সংঘর্ষে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ১৪ জুন উপজেলার হলদিয়া ইউনিয়নের উপনির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকরা এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন ও মিন্টু বেপারীর সমর্থনে দুটি মিছিল হলদিয়া বাজার আওয়ামী লীগ অফিসের সামনে এলে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহতদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মিন্টু বেপারীর ভাই টিটু ও বহিরাগত সুমন মারাত্মক আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালের কন্ঠ
Leave a Reply