জেলায় বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সাবু কালাম (৩৫) নামে এক ইজারাদার গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো করা হয়েছে।
সদর উপজেলার ধলেশ্বরী নদীতে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সাবু কালাম মুন্সীগঞ্জ শহর ছাএলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুঁইয়া দ্য রিপোর্টকে জানান, নারায়ণগঞ্জ এলাকার ইজারাপ্রাপ্ত রিফাত এন্টারপ্রাইজের লোকজন কয়েকদিন ধরেই মুন্সীগঞ্জ এলাকায় জোর করে টোল আদায় করছিলেন। একই সঙ্গে চলছিল তাদের অস্ত্রের মহড়া। শনিবার সকালে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতভাবে তারা হামলা ও গুলি চালায়। এসময় সাবু গুলিবিদ্ধ হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস জানান, নৌপুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
এ ব্যাপারে রিফাত এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
২০১০ সালের মে মাসে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বালু মহালে টোল সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুন (২৬) নিহত হন।
দ্য রিপোর্ট
Leave a Reply