জেলায় মেঘনা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জেলার গজারিয়া উপজেলার ইসমানিচর গ্রামের মেঘনা নদীর পাড়ে সোমবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে গ্রামের সর্বস্তরের শত শত নারী-পুরুষ অংশ নেন।
গ্রামবাসী দ্য রিপোর্টকে জানান, বিগত ১২-১৫ বছর ধরে ব্যাপকভাবে ভাঙছে মেঘনা নদী। ভাঙনের ফলে চরম ঝুঁকিতে আছে গ্রামের এক থেকে দেড় হাজার পরিবার। দ্রুত ভাঙন রোধ করতে না পারলে যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে গ্রামটি।
দ্য রিপোর্ট
Leave a Reply