ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। টাকা রেখে পরে ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ এলাকায় মারধর করে ফেলে দেয়া হয়। অপহৃত ব্যবসায়ীর নাম আমিনুল হাসান হীরা (৪০)।
ব্যবসায়ী আমিনুল হাসান হীরা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় হাসনাবাদ এলাকায় এনআরবিসি ব্যাংক থেকে সাড়ে ১০ লাখ টাকা উত্তোলন করে ইকুরিয়া বেপারিপাড়া নিজ বাড়ির কাছাকাছি এলে একটি মাইক্রো বাসে পাঁচ-সাতজন ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে আমার হাতে হাতকড়া পরিয়ে দেয়। তারা গাড়ির ভেতর আমাকে ব্যাপক মারধর করতে থাকে এবং গাড়িটি মুন্সীগঞ্জের দিকে দ্রুত চালিয়ে যায়। তারা আমার কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে মুন্সীগঞ্জ এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেয়। আমি পরে মোবাইলের মাধ্যমে ঘটনাটি আমার পরিবারের লোকজনকে জানাই। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর এবং ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি মোহাম্মদ সাখাওয়াত হোসেন এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। ব্যবসায়ী আমিনুল হাসান হীরা ঢাকার জুরাইনে ইলেকট্রিকের ব্যবসা করেন।
এ দিকে কেরানীগঞ্জে ভুয়া ডিবি পুলিশের তৎপরতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যাপারে গ্রাহকেরা এখন চরম আতঙ্কে রয়েছে।
নয়াদিগন্ত
Leave a Reply