ইদ্রাকপুর এলাকায় মাটির নিচ থেকে সোনা রূপার মহর উদ্ধার

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা কার্যালয়ের সামনে ইদ্রাকপুর এলাকায় একটি বহুতল ভবন নির্মান কালের পাইলিং এর মাটি কাটার সময়। একটি তামার কোউটার মধ্যে রাখা প্রায় ২০০ গ্রাম স্বর্ন-রৌপ লায়ন মো: ফজলুল হক পিতা মৃত: মো: নুরুল ইসলাম সাবেক সভাপতি সদর মুক্তীযুদ্ধা কমান্ড এর বাড়িতে পাওয়া যায়।

রবিবার বেলা সাড়ে ১২ টায় ৬ জন শ্রমীক মাটি কাটার সময় সাবলের আঘাতে কোউটা খুলে গেলে বাড়ির মালিককে দেখায়।

এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে মালামাল উদ্ধার করে।
কানের দুল,মাদলি,বাকু,রৌপ্য ও স্বর্নের পুথি ৩ টি রৌপ্যের মহর উদ্ধার করা হয়।

বাড়ির মালিক সহ ৬ জনকে জিঙ্গাসা বাদের জন্য তাদের উপজেলা কর্মকতার কার্যালয়ে আনা হয়েছে। উপজেলা নিবাহী কর্মকর্তা সারাবান তাহুরা জানান,সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ নিয়ে মালামাল উদ্ধার করি তবে এখানে প্রায় ২০০ গ্রাম স্বর্ন-রৌপ তবে কতটুকু স্বর্ন আছে বলা যাচ্ছেনা দুপুর দেড়টায় জেলা প্রশাসক এর কার্যাালয়ের ট্রেজারী শাখায় পাঠানো হয়েছে পরিক্ষা করার জন্য।

বিডিলাইভ

Leave a Reply