মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় দাবী করা চাঁদা না দেওয়ায় এক মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি নির্মান কাজ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির মালিক ও মুক্তিযোদ্ধার সন্তান লায়ন ফজলুল হক বাদী হয়ে সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে, সম্প্রতি মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন ইদ্রাকপুর এলাকায় মৃত মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত নুরুল ইসলামের ছেলে লায়ন ফজলুল হক বাড়ি নির্মাণ কাজ করছেন।
এতে শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এলাকার ইব্রাহিম পারভেজ হিরা নামের এক দুর্বৃত্ত বাড়ি নির্মাণকারী লায়ন ফজলুল হকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।
লায়ন ফজলুল হক জানান, চাঁদা দাবি করার বিষয়টি স্থানীয় যুবলীগ নেতা জাহিদ হাসানকে জানানো হলে তিনি পূর্ব নয়াগাঁও এলাকায় ডেকে নিয়ে এ ঘটনা পুলিশকে না জানিয়ে এক লাখ টাকা দিয়ে ঘটনা রফাদফা করার পরামর্শ দেয়। এতে শহরের অপহরণের গুজব ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুন্সীগঞ্জে ডিবি পুলিশের এসআই আশরাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মাণকারী মুক্তিযোদ্ধার সন্তান লায়ন ফজলুল হককে উদ্ধার করে নিয়ে আসে এবং থানায় অভিযোগ দায়ের করতে বলেন।
এদিকে, এলাকাবাসী জানান, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর গত ৩-৪ বছর ধরে মুন্সীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপির ওই পদধারী হীরা স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীদের সাথে মিলে আওয়ামী লীগ বনে নানা রকম অপকর্ম শুরু করেছে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply