নারায়ণগঞ্জে সহকর্মীর ঘুষিতে মুন্সীগঞ্জের তৈরি পোশাক কারখানা সিয়াম ফ্যাশনের শ্রমিক শরীফ (২৩) নিহত হয়েছে। সোমবার নারায়নগঞ্জ শহরের করিম মার্কেটের সিয়াম ফ্যাশন নামে এক তৈরি পোশাক কারখানায় গান শোনা নিয়ে এই ঘটনা ঘটে। শরীফ মুন্সীগঞ্জের সদর উপজেলার ভাসানচর গ্রামের আব্দুল বারেকের পুত্র। পুলিশ এই ঘটনায় একই প্রতিষ্ঠানের শ্রমিক জামানকে গ্রেফতার ও রাকিব (১৬), মিজান (১৭), সাদ্দাম (২৭) ও সোহাগকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
নারায়নগঞ্জ সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে সিয়াম ফ্যাশনের ভেতরে মোবাইলে গান শুনছিলেন শরীফ। এ সময় সহকর্মী জামান রোজার কথা বলে গান বন্ধ করতে বলে। শরীফ গান বন্ধ না করে উল্টো গালমন্দ করতে থাকে। তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে একে অপরকে কিল-ঘুষি মারে। এতে শরীফ মাটিতে লুটিয়ে পড়ে। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনার পর জামানকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য রাকিব (১৬), মিজান (১৭), সাদ্দাম (২৭) ও সোহাগকে (২৫) আটক করা হয়েছে। তারা সবাই সিয়াম ফ্যাশনের শ্রমিক।
জনকন্ঠ
Leave a Reply