অবশেষে ১৯ জুলাই রোববার মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হল। কেন্দ্রের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এন.আলম এর হাতের লেখা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা নিশ্চিত করা হয়।
ডিজিটাল যুগে কম্পিউটারের ব্যাপক প্রসারতার মধ্যে থেকে হাতের লেখা বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের এ ধরণের আচরণ অনেক কিছুর ইঙ্গিত প্রকাশ করে।
এতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে ফয়সাল মৃধাকে আর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে ফয়েজ আহমেদ পাভেলকে।
এছাড়া মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ এবং সাধারণ সম্পাদক পারভেজ পাপ্পু, শ্রীনগর উপজেলা সভাপতি আজিম হোসেন এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এর নাম ঐ বিজ্ঞপ্তিতে ঘোষনা করা হয়েছে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply