আট মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জাহিদকে পুলিশ খুঁজছে। সন্ত্রাসের মহানায়ক পুলিশের গ্রেফতারের ভয়ে গাঁ ঢাকা দিয়েছে। সাংবাদিক অপহরণসহ নানা অপকর্মের সাথে জাহিদ জড়িত।
মুন্সীগঞ্জ পৌরসভার ইদ্রাকপুরে বাড়ি নির্মাণের জন্য চাঁদা না দেওয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহিদ তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে এক সাংবাদিককে অপহরণ করে। এই খবর পেয়ে পুলিশ অপহৃত সাংবাদিককে উদ্ধারে অভিযানে নামে। এই খবর জানা জানি হলে জাহিদ ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিককে রেখে পালিয়ে যায়।
উদ্ধারের পর এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফজলুল হক মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এই মামলা দায়ের পর মুন্সীগঞ্জ পুলিশ নড়ে চড়ে উঠে। জাহিদকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু জাহিদকে পুলিশ পায়নি। জাহিদ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। জাহিদের এই অপকর্মের সাথে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ ওরফে হীরা জড়িত রয়েছে। তাকেও পুলিশ খুঁজছে।
এই মামলায় জাহিদসহ মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ ওরফে হীরাসহ চারজনকে আসামি করা হয়।
বাদী ফজুলল হক ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নিরপেক্ষ বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তাঁর বাবা প্রয়াত নুরুল ইসলাম মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
সাংবাদিক ফজলুল হকের অভিযোগ, জাহিদের বিরুদ্ধে মামলা করায় সন্ত্রাসী জাহিদ গংরা এখন তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে। তারা মামলা তুলে নিতে বলছে।
মামলার আর্জি সূত্রে জানা যায়, সাংবাদিক ফজলুল হক ও তাঁর পরিবার পৌরসভার ইদ্রাকপুরে নতুন ভবন নির্মাণ করছিলেন। এ জন্য জাহিদ ও হীরা গংরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাহিদা মতো টাকা না দেওয়ায় দুপুরে তারা ফজলুল হকের বাড়িতে এসে অস্ত্রের মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর তাঁকে ও নির্মাণ শ্রমিক সাগরকে তুলে নিয়ে যায়। তাঁদেরকে একটি বাড়িতে নিয়ে আটক করে। সেখানে তাদেরকে ব্যাপক মারধর করে জাহিদ ও হীরা গং।
পুলিশের সূত্র জানায়, জাহিদের বিরুদ্ধে দুটি হত্যা এবং চাঁদাবাজি, মাদক, অপহরণ, সন্ত্রাসী কর্মকান্ডসহ আটটি মামলা রয়েছে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply