সালাহউদ্দিন সালমান: মুন্সীগঞ্জের ইংরেজী শিক্ষককে পিটিয়েছেন সাবেক পুলিশ কনস্টেবল আব্দুল লতিফ। টঙ্গীবাড়ি উপজেলার ব্রাম্মনভিটা উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর শিকদার (৪৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে এখন কাতরাচ্ছেন। তাঁর মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। ইতোমধ্যেই মাথায় সিটিস্ক্যান করা হয়েছে। চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। ঘটনার পাঁচ দিনেও মামলা হয়নি। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
গত ২১ জুলাই সন্ধ্যায় একই উপজেলার সোনারং গ্রামের নিজ বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। সাবেক এই কনস্টেবল হৃদয় মল্লিকসহ কয়েকজন সহযোগী নিয়ে শিক্ষককে হত্যার চেষ্টা চালায়। এই সময় আহত হন শিক্ষকের স্ত্রী সেলিনা বেগম (৩৮) ও শ্বাশুড়ী আনোয়ারা বেগম (৬৫)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত এই শিক্ষককে নিয়ে পরিবারটি এখন নিরুপায়। প্রতিবেশীরা সাবেক এই পুলিশের প্রভাবে আতঙ্কিত।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন শনিবার বিকালে জানান, যত প্রভাবশালীই হোক না কেন, থানায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply