দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত ৪

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর-এলাকা হোগলাকান্দি গ্রামে দুর্বৃত্তদের হামলা ও একটি গাড়ীর গ্যারেজ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলা নারীসহ ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো রূপালী বেগম (২২), রানী বেগম (২৮), সোহেল মিয়া (৩০) ও সৌদি প্রবাসী পলাশ মিয়াকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার সেকেন্ড অফিসার এসআই এ এইচ এম সালাউদ্দিন জানান, সদর উপজেলার চরাঞ্চল এলাকা হোগলাকান্দি গ্রামের পলাশ মিয়ার পরিবার সম্প্রতি একই এলাকার ফয়সালকে ৮ শতাংশ সম্পত্তি বন্ধক রেখে ১ লাখ ৯২ হাজার টাকা নিয়েছিল।

এ নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে ফয়সাল ও তার সঙ্গীয়রা সৌদি প্রবাসী পলাশ মিয়ার বাড়িতে অর্তকিত হামলা চালায় ও ভাংচুর করে।
এ সময় সৌদি প্রবাসী পলাশ মিয়া ও তিন নারীসহ ৪জন আহত হয়েছে।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে সদর থানায় মামলার পক্রিয়া চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

বিডিলাইভ

Leave a Reply