মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটিবলাকি মাডার চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি তিন মাস চিকিৎসাধীন থাকার পর, গতকাল মৃত্যু হয়েছে ।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ০১মে, ভাটি বলাকী মাডারচর গ্রামের ছাত্তার মিয়া তার নিজ জমিতে মাটি কাটতে গেলে অভিযুক্ত প্রতিবেশী মতিন মিয়া তার দলবল নিয়ে ছাত্তার মিয়াকে মাটি কাটতে বাধা দিলে সংঘর্ষ বাধে, সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। মাথায় গুরুতর খজম নিয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল ০৪আগষ্ট, মঙ্গলবার বিকেল পাঁচটায় ছাত্তার মিয়া মারা যায়।
গজারিয়া থানার এসআই তৈয়বুর রহমান খান সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটিকে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটার পর থাকায় একটি মামলা দায়ের করা হয় তবে পুনরায় ৩০২ এর ধারায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গজারিয়া নিউজ
Leave a Reply