অপরাধনামা : সিরাজদিখানে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা স্বামীর

পারিবারিক কলহের জের ধরে সিরাজদিখান উপজেলার গকুলনগর গ্রামে কাকলী কর্মকারকে জবাই করে হত্যার চেষ্টা করেন মাদকাশক্ত স্বামী হৃদয় কর্মকার । ভাগ্যক্রমে কাকলি বেঁচে গেলেও সে এখন মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে। কাকলীর (৩৫) মাথায় অস্ত্রোপচারের খরচ সংগ্রহ করতে পারছে না তাঁর গরিব পিতা মাতা। যন্ত্রণায় নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে সে। আর অভিযুক্ত স্বামী প্রতিদিন মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে কাকলীর পরিবারের অভিযোগ।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২আগস্ট রবিবার রাত দুইটার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার গকুলনগর সৈয়দপুর গ্রামের মৃত মধুসূধন কর্মকারের ছেলে হৃদয় কর্মকার(৪৫) ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে কুপিয়ে স্ত্রী কাকলী কর্মকারকে হত্যার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হৃদয় কর্মকার দৌড়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে প্রথমে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে।

পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গরীব কাকলী চিকিৎসার টাকা না থাকায় হাসপাতাল থেকে বাড়ি চলে আসে। এখন বিনা ওষুধ ও চিকিৎসায় বিছানায় শুয়ে যন্ত্রনায় ছটফট করছে সে। কাকলীর বৌদী (ভাইয়ের বউ) মিনতী কন্ডু বলেন, ‘পাষন্ড হৃদয় টাকার জন্য অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করে আমার ননদীনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। মৃত্যুর সঙ্গে লড়ে সে এখনো বেঁচে আছে। চোখের সামনে মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আমার ননদীনী এখন শুধু চোখের জল ফেলে যাচ্ছে।’

কাকলীর বড় ছেলে আকাশ কর্মকার জানান, বাবা অন্য খারাপ মহিলার খপ্পরে পরেছে‘ওই মহিলার জন্যই আমার মাকে কুপিয়ে হত্যা করতে চাইছিল। আমি রবিবার রাতে বাড়ি ছিলাম না। সুযোগ বুঝে মাকে মেরে ফেলতে চাই ছিল বাবা। বাড়ির লোকজন আমারে ফোন করে মায়ের কথা বললে আমি বাড়ি আসি।বাড়িতে মাকে না পাইয়া হাসপাতালে গেলে মায়ের মাথাসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে দেখতে পাই।

ডাক্তার বলেছে অস্ত্রোপচার অনেক টাকা লাগবে। কে আমাকে এখন এই টাকা দেবে’তাই মাকে বাড়িতে নিয়া আইছ্।ি মা মাথার যন্ত্রনা সহ্যকরতে পারতেছে না। ওই ঘটনায় অভিযুক্ত হৃদয় কর্মকার (খলিফার) মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। সিরাজদিখান থানার ওসি(প্রশাসন) মোঃ ইয়ারদৌস হাসান বলেন, থানায় লিখিত অভিযোগ হয়েছে।‘পুলিশ ঘটনা তদন্ত করে ব্যাবস্থা নেবে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply