পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলার লৌহজং উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় জিয়াউল হক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শিমুলিয়া ১ নম্বর ঘাটে শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুস দ্য রিপোর্টকে জানান, শিমুলিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পিকআপভ্যানের ধাক্কায় জিয়াউল ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, ওই পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

দ্য রিপোর্ট

Leave a Reply