বালু নিয়ে সংঘর্ষ, এক শ্রমিক নিখোঁজ

মুন্সীগঞ্জে বালু উত্তোলনের টোকেন কাটাকে কেন্দ্র করে রিফাত ইন্টার প্রাইজের লোকজনের হামলায় সিদ্দিক (২৫) নামের এক বাল্কহেড শ্রমিক নিখোঁজ রয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরো পাঁচজন শ্রমিক।

সোমবার সকালে মুন্সীগঞ্জে মেঘনা ও ধলেশ্বারী নদীর মোহনায় এ হামলার ঘটনা ঘটে।

কাউছর অ্যান্ড নিলয় নেভিগেশনের মাস্টার মো. তৈয়ব বলেন, বিজয় টেড্রাস থেকে বালু নেয়ার টোকেন কেটে বালুভরাট করতে যাওয়ার সময় অপর আরেকটি বালু ইজারাদার রিফাত ইন্টার প্রাইজের লোকজন তাদের কাছ থেকে পুনরায় টোকেন কাটতে বলেন।

টোকেন কাটতে তারা রাজি না হওয়ায় হামলা চালানো হয়। এ সময় সিদ্দিকের মাথায় গুরুতর আঘাত লাগলে তিনি নদীতে পড়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

এ সময় সাজ্জাত রাসেল নামের অপর আরো একটি বাল্কহেডে হামলা চালানো হয়। এতে মো. আব্দুল মান্না (৩২), শাহজাহান (৫৫), মোস্তফাসহ (৩০) পাঁচজন আহত হন।

হামলার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কলাগাছিয়া নৌ-ফাঁড়ির এসআই ইয়াসীন আরাফাত জানান, এ ঘটনায় এক শ্রমিক নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে লাশ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরটিএনএন

Leave a Reply