শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানবন্ধণ হয়েছে । বুধবার দুপুরে শহরের পুরনো কাছারী চত্ত্বরে এই মানববন্ধণের আয়োজন করে ‘অন্বেষণ বিক্রমপুর’ ও ‘মুন্সীগঞ্জ শিশু সংসদ’।
এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিবাবক, সাংস্কৃতিককর্মী ও সাংবাদিকসহ সর্বস্থরের মানুষ অংশ। অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধণে শিশু নির্যাতন ও হত্যার নিন্দা জানিয়ে আরও বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক জেবুন নাহার বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, মুহম্মদ সেলিম, সংগঠক মো. বিপুল, শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, সংগঠক আব্দুল কাদের, লাইব্রেরী ফর দ্য চিল্ডেনের সভাপতি মো. ফারুক হোসেন, কাজী পলাশ, মাসুদ রানা, মো. সাইফুল, মো. জুয়েল, সাইদুর রহমান শাওন ও পিঙ্কি আক্তার প্রমুখ। মানববন্ধণে শিশুরা নানা শ্লোগান লেখা ফেস্টুন নিয়ে প্রচন্ড রোদের মধ্যে দাড়িয়ে থেকে প্রতিবাদ জানায়। তারা শিশু হত্যার সাথে জড়িত এবং নির্যানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
জনকন্ঠ
Leave a Reply