পনেরোই আগস্ট :: পূরবী বসু

পনেরোই আগস্ট
পাকিস্তানে প্রথম সূর্যোদয়।
পনেরোই আগস্ট
পিতার মৃত্যু; স্তব্ধ হৃদয়।

সাতচল্লিশ থেকে একাত্তর
দীর্ঘ চব্বিশ বৎসর,
আত্মপরিচয় খুঁজেছে বাঙালি
পায়নি সহজ উত্তর।

অবশেষে আবিষ্কার করে সে নিজ পরিচয়
শোষক পশ্চিমাকে তখন পরদেশি মনে হয়।
অধিকার আদায়ে বাঙালি কড়া-আন্দোলন গড়ে।
জঙ্গীর গুলিতে তারা রাজপথে মুখ থুবড়ে পড়ে।
তরুণ তাজা রাঙা-রক্তে বাংলা ভেসে যায়,
তারপরেও তেজী-যুবা মুক্তির গান গায়।
প্রথমে স্বাধীন করে দুঃখিনী বর্ণমালা।
তারপর জনগণ, মাটি, নদী, গাছপালা।

পনেরোই আগস্ট,
পাকিস্তানে প্রথম সূর্যোদয়
পনেরোই আগস্ট, বঙ্গবন্ধু নিহত;
কী ভয়ঙ্কর! নিষ্ঠুর, নির্দয়!

রাইজিংবিডি

Leave a Reply