বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

সকালে জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি শোকর‌্যালি বের হয়। র‍্যালিটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল এবং শহরে বিভিন্ন রাস্তার মোড়ে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।

এনটিভি

Leave a Reply