র্যার ১১ এর বিশেষ অভিযানে সিরাজদিখানে এক সুন্দরী রমনীসহ ইকবাল নামের যুবককে মাদকসহ গ্রেফতার করেছে র্যাব ১১। এই সুন্দরী রমনীর নাম হচ্ছে রেহানা। তাদের কাছ থেকে র্যাব ৯৪ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৪২ হাজার টাকা উদ্ধার করে। ইকবাল সুন্দরী মেয়েদের দিয়ে বহু দিন ধরে সিরাজদিখানে মাদক এর রমরমা ব্যবসা করে আসছিল।
সিরাজদিখান বাজারের সোনালী ব্যাংক এলাকায় ভাড়া বাসায় থেকে উপজেলার বিভিন্ন স্পটে রেহানা মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলে। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ইছাপুরা গ্রামে মাদক বিক্রির সময় ইকবাল ও রেহানা র্যাবের হাতে ধরা পরে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply