মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় দু’ব্যক্তি আহত হয়েছে। আহত মো. ইয়াছিন(২২) ও জাকির মোল্লাকে (২০) ঢাকার মিটফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ইয়াছিন ও জাকির নামারগাঁও গ্রামের লাল চানের বাড়ির পাশের রাস্তা অতিক্রম করার সময় প্রতিপক্ষ দলবল তাদেরকে উপর হামলা চালায়। ইয়াছিন খাসকান্তি হাজিবাজার গ্রামের মোতালেব মাদবরের পুত্র, জাকিরের বাবা মৃত মো. মোস্তফা। জাকির ও ইয়াছিন আপন চাচাত ভাই। প্রায় ৬ মাস আগে লালনচান মিয়ার মাদক ব্যবসায় বাধা দেবার কারণে তাদের সাথে বিরোধ লাগে। এ নিয়ে গ্রাম্য সালিস হয়েছিল। এর জের ধরে হামলা হয়। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জনকন্ঠ
Leave a Reply