চরকেওয়ারে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

হোসনে হাসনুল কবীরঃ জেলার সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমসুরা গ্রামের চরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রানা বেপারী (৩০) নামে এক যুবক আহত হয়েছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা রানার দোকান ভাঙচুর ও মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গুরুতর আহত রানা বেপারীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চরমসুরা বাজারের ঘাটে নৌকা রাখা নিয়ে রানা বেপারীর সঙ্গে একই গ্রামের দেওয়ান বাড়ির মেজবা উদ্দিন দেওয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেজবা উদ্দিন দেওয়ান ও তার বংশের মোট ১০/১২ জন রানা বেপারীর উপর হামলা করে। তারা তাকে গুরুতর জখম করে। খবর পেয়ে আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ সময় হামলকারীরা বাজারের মধ্যে অবস্থিত রানার দোকান ভাঙচুর, টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইউনুস ব্রেকিংনিউজকে জানান, চর মসুরাগ্রামে মারামারির ঘটনায় একজন আহত হয়েছে। এ সময় একটি দোকানে ভাঙচুর করা হয়েছে শুনেছি। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ব্রেকিংনিউজ

Leave a Reply