খুন: সিরাজদিখানে স্বামীর হাতে অন্তসত্ত্বা স্ত্রী খুন

কে. এন. ইসলাম বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর হাতে অন্তসত্ত্বা স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের মুন্নাফ মাদবরের ছেলে মকবুল হোসেনের (৩০)স্ত্রী আসমা আক্তার (২২) কে শ্বাস রোধে ও পিটিয়ে হত্যার অভিযোগ করছেন মৃতের ভাই কামরুল হোসেন।

কামরুল হোসেন জানান, শনিবার রাত ১২ টায় বড়বর্তা গ্রামের লোকজন ফোন করে জানালে সে পুলিশকে ফোন করে জানান। এরপর তারা একই উপজেলার বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রাম থেকে রওনা করেন। ঘটনা স্থলগিয়ে দেখেন তার বোন মৃত খাটে পরে রয়েছে। ছোট বাচ্চা পাশে বসে কাঁদছে। তার স্বামীসহ বাড়ির লোকজন পালিয়েছে। পরে পুলিশ ভোর রাত ৪ টায় লাশ নিয়ে থানায় আসে। আজ রবিবার বেলা ১১ টায় লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করেছি, আসমা ৫ মাসের অন্তসত্ত্বা ছিল, শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় শ্বাস রোধের চিহ্ন আছে। মামলা হবে তবে হত্যা অত্মহত্যা নাকি অপমৃত্যু কি মামলা সেটা ২ এক ঘন্টা পরে বলা যাবে। বিস্তারিত ময়না তদন্তের পর বলা যাবে।

এফএনএস

Leave a Reply