জেলার লৌহজং উপজেলায় ভাঙন এলাকা পরিদর্শন করেন নৌমন্ত্রী শাজাহান খান ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। উপজেলার শিমুলিয়াঘাট ও কুমারভোগে রবিবার দুপুর আড়াইটায় স্পিডবোটে করে তারা এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে নৌমন্ত্রী বলেন, ‘বর্তমানে নাব্য সমস্যা নেই। প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজ-কালের মধ্যে চায়না মেজর ব্রিজের শক্তিশালী ড্রেজার নদী খননের কাজ শুরু করবে। স্রোতের কারণে কাজ শুরু ব্যাহত হয়েছে।’
ভাঙনের বিষয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রবল স্রোত ও নদীর মাঝে চরের কারণে ভাঙনের সৃষ্টি হয়েছে।’
এ সময় সঙ্গে ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সেতু বিভাগের মাওয়া নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ এডিসি ফজলে আজিম, শ্রীনগর সার্কেল এএসপি মো. সামসুজ্জামান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার কালন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান।
দ্য রিপোর্ট
Leave a Reply