মোহাম্মদ সেলিম: শহর যুবলীগ কমিটি গঠন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এক যুগ পরে মুন্সীগঞ্জে শহর যুবলীগের কমিটি গঠনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ বিষয়ে হোম ওর্য়াক করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় শহরে যুব নেতাদের মাঝে প্রাণ চঞ্চলতা দেখা দিয়েছে। যুবলীগের গুরুত্বপূর্ণ পদে আসতে নেতারা নানা রকমের তদবির শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
শহর যুবলীগের সভাপতি পদে চেনা মুখ হিসেবে মালেকুন মাকসুদ বিপুলের নাম জোরে শোরে শোনা যাচ্ছে। যুব নেতা হিসেবে বিপুল সবার কাছে বেশি পরিচিত। শহরের বিভিন্ন সভা সমাবেশে তার সরব উপস্থিতি দেখা যায়। সেক্ষেত্রে কাউন্সিলে নির্বাচন হলে বিপুলের বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পদে আরেকজন প্রার্থীর নাম শোনা গেছে। তিনি হচ্ছেন শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাসুদ পারভেজ ইমন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিব শহর যুবলীগের কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আর নির্বাচন কালীন আহবায়ক করা হচ্ছে মালেকুন মাকসুদ বিপুলকে। তবে খুব শীঘ্রই শহর যুবলীগের কমিটির ঘোষণা আসতে পারে।
শহর যুবলীগের সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ফরহাদ হোসেন গফুরের নাম শোনা যাচ্ছে। নানা কারণে এ পদেও নতুন মুখ আসতে পারে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply