শ্রীনগরে ছেলে ধরা আটক

আরিফ হোসেন: শ্রীনগরে বিদ্যালয় থেকে ফেরার পথে ২ শিশুকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় এক ছেলে ধরাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার সকালে শিল্পি বেগম (৩০) নামে ওই ছেলে ধরার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা হয়েছে। শিল্পি বেগমের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। সে ঢাকার পোস্তগোলা এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন স্থানে ছেলে ধরার কাজ করতো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার স্বামীর নাম মো: সুমন।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে মজিদপুর দয়হাটা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর দুই ছাত্রী সুমাইয়া (৮) ও সাদিয়া (৭) স্কুল ছুটির পর তাদের বাড়িতে ফেরার পথে ফাস্টফুড খাওয়ানোর লোভ দেখিয়ে শিল্পি বেগম ভিন্ন পথে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়। এসময় স্কুল ছাত্রীদের ভিন্ন পথে যেতে দেখে তাদের এক প্রতিবেশীর সন্দেহ হয়। পরে লোকজন একত্রিত হয়ে স্কুল ছাত্রীদের উদ্ধার করে এবং শিল্পি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Leave a Reply