টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর গ্রামে ধর্ষনের চেষ্টার সময় ধর্ষক বিল্লাকে (৫২) গণধোলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানাগেছে, উপজেলার ধীপুর গ্রামের সাদেক আলি দেওয়ান এর ছেলে দুই সন্তানের জনক বিল্লাল (৫২) সোমবার রাত ১২টার দিকে তার ভারাটিয়া নির্যাতিতাকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় নির্যাতিতা চিৎকার করলে নির্যাতিতার স্বামী ধর্ষককে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দেয় এলকাবাসী। অসুস্থ অবস্থায় লম্পট বিল্লালকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতা জানান, সোমবার রাতে তার স্বামী জরুরী প্রয়োজনে একটু বাইরে গেলে ধর্ষক বিল্লাল রাত ১২টার দিকে তাকে ঘরের দরজা খুলতে বলে। সে ঘরের দরজা না খুললে দরজা ভেঙ্গে নির্যাতিতার বাচ্চাকে পানিতে ফেলে দিবে বলে হুমকী দেয়। পরে নির্যাতিতা দরজা খোললে বিল্লাল তাকে জোর করে ধর্ষনের চেষ্টা চালায়। সে চিৎকার করতে থাকলে এ সময় নির্যাতিতার স্বামী বাড়ি ফিরে এসে ধর্ষককে ধরে ফেলে। পরে স্থাণীয় জনগণ তাকে গনধোলাই দেয়।
বিক্রমপুর চিত্র
Leave a Reply