পাচঁগাঁও-এ মেয়ে জামাইকে পিটিয়ে পুলিশে হস্তান্তর

টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাঁও গ্রামে এক যুবককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে পাচঁগাঁও গ্রামের আবু সিদ্দিক বেপারীর ছেলে আরিফ বেপারীকে শিকল দিয়ে ঘরের খামের সাথে বেঁধে পিটিয়ে মাথায় ও শরীরে জখম করে পরে পুলিশ খবর দিয়ে ধরিয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন।

জানা গেছে, উপজেলার পাঁচগাঁও গ্রামের সামাদ বেপারীর মেয়ে সুইটি আক্তারের (১৯) সাথে একই গ্রামের আবু সিদ্দিক বেপারীর ছেলে আরিফ বেপারীর গত বছরের ৪ আগষ্ট প্রেমের সম্পর্ক হয়ে বিয়ে হয়।

বিয়ের পর হতে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সুইটি মুন্সীগঞ্জ আদালতে পিটিশন মামলা নং-১৫৭/২০১৫ দায়ের করেন। ওই মামলায় আদালত আরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আরিফ আত্মগোপন করে।

পরে সুইটি নিজ ভুলের কথা স্বীকার করে আরিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে। তাকে নিজ পিত্রগৃহে নিয়ে সোমবার রাতে ঘরের খামের সাথে বেঁধে নির্যাতন করে পুলিশ খবর দিয়ে ধরিয়ে দেয়। আরিফের বুকের মধ্যে, পিঠে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আরিফ জানায়, তার শ্বশুর সামাদ বেপারী, স্ত্রীর ছোট ভাই পিন্টু এবং শাশুরী লাইজু ঘরের খামের সাথে বেঁধে দাসা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় সে পানি খেতে চাইলে তাকে পানি দেয়া হয়নি বলেও জানান আরিফ।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা এসআই হুমায়ুন কবির জানান, আমরা আরিফকে একটি বাঁশের সাথে বাঁধা অবস্থায় সামাদ বেপারীর বাড়িতে পাই। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় আমরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।

নয়াদিগন্ত

Leave a Reply