মো: জাফর মিয়া: মুন্সীগঞ্জ শহরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার সন্ত্রাসী হামলায় দুই চাচা গুরুতর আহত। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আক্তার হোসেন পাঠান (৫০) ও দোলোয়ার হোসেন পাঠানকে (৪২) আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জমি সংক্রান্ত দলিল পত্র জোর করে আটকে রাখে সেঝ ভাই মনির হোসেন পাঠান। রবিবার (৩০ আগস্ট) বিকালে দলিলপত্র চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ঐ ঘটনায় জের ধরে আজ ভাতিজা মেহেদী হাসান পাঠান ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আপন দুই চাচার উপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মর্কতা ইউনুচ আলী জানান, হামালা ও মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা অব্যাহত রয়েছে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply