শ্রীনগর মহাসড়কের ধারে, ময়লার ভাগাড়ে…

হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। রাজধানী ঢাকা থেকে সাঁ করে গাড়ি টান দেওয়ার পথ। তবে যেতে হবে না বেশি দূর, পাশের জেলা মুন্সীগঞ্জ পর্যন্তই। একটু থমকে দাঁড়াতে হলো। মহাসড়কের ধারে, ময়লার ভাগাড়ে…

এ চিত্র মুন্সীগঞ্জের শ্রীনগর মহাসড়কের। আবর্জনায় পুরো পথেই তীব্র দুর্গন্ধ সঙ্গে ক্ষতিক্ষর প্রভাব। গন্ধের ঝাঁঝালো ভাবে দম নেওয়া ভার। সড়কের বাম পাশে ফেলা হচ্ছে ময়লা সেখানে জন্মানো গাছগুলো মরেছে কবেই। খোলা মহাসড়কে এভাবে ময়লা ফেলার প্রভাবে তিলে তিলে দূষিত হচ্ছে এখানকার পরিবেশ।

চোখে পড়বে পাখিদের ওঠাউড়ি। তবে কোনো স্বাভাবিক পরিবেশ তো নয়- ময়লায় এসে ক্ষুধার্তের পাখিদল নিজেদের আহার খুঁজছে বাধ্য হয়েই!

মুন্সীগঞ্জ জেলা ও শ্রীনগর এলাকার সব ময়লা-অবর্জনা এসে পড়ছে এ রাস্তায়। যার ব্যাপ্তি তিন থেকে চার কিলোমিটার এমনটাই জানালেন ময়লার শ্রমিক হিসেবে কাজ করা সোহেল ও সেলিম।

এখানে ছিল ছোট খাল, যা ভরেছে ময়লা দিয়ে। দিনের পর দিন পড়ে থাকছে ময়লা। যেন দেখার কেউ নেই অর্থাৎ তুলে পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই!


স্থানীয়রা জানালেন, খোলা আকাশের নিচে, মহাসড়কের পাশে এভাবে ময়লা-আবর্জনা ফেলার সংস্কৃতি এখানে নতুন নয়। তাদের প্রশ্ন এর কোনো প্রতিকার কি আদৌ আছে…

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply