মুন্সীগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে চায়না সিনে হাইড্রোর বড় শক্তিশালী ড্রেজার দিয়ে বালু ও পলি অপসারণ শুরু হয়েছে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মঙ্গলবার সন্ধ্যা থেকে এ পলি অপসারণের কাজ শুরু হয়। নদী শাসনে যেখানে যে পরিমাণ নদীখনন প্রয়োজন সেখানে সে পরিমাণ খনন করা হবে। ইতোমধ্যেই পদ্মা সেতু বিভাগসহ সংশ্লিষ্ট দেশী-বিদেশী বিশেষজ্ঞদের নিয়ে ফেরি রুটে সার্ভে চালানো হয়েছে। এ ছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৪টি ড্রেজার দিয়ে খননের কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে সেগুলো কাজ চালাতে পারছে না।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান বুধবার সকালে দ্য রিপোর্টকে জানান, ৪টি ড্রেজার দিয়ে খনন কাজ চালানো হচ্ছে। এর পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি ড্রেজার দিয়েও কাজ চালানো হবে। ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ড্রেজার মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কাজ শুরু করেছে। লৌহজং টার্নিং পয়েন্টে ৫ থেকে ৬ লাখ ঘন মিটার পলি অপসারণ করা হবে। চীনা সিনে হাইড্রোর প্রতিটি ড্রেজার প্রতিদিন ২৫ হাজার ঘন মিটার মাটি অপসারণ করতে সক্ষম। এতে দুই সপ্তাহের মধ্যে খনন কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
দ্য রিপোর্ট
Leave a Reply