সংবর্ধনা: ইন্দ্রমোহন রাজবংশীকে জাপানে বাংলাদেশ কমিউনিটির

রাহমান মনি: মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশীকে জাপানে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সার্বজনীনভাবে এ সংবর্ধনা দেয়া হয়।

বর্তমানে ইন্দ্রমোহন রাজবংশী সস্ত্রীক জাপান সফর করছেন। তার কন্যা সঙ্গীতা রাজবংশী সপরিবারে জাপান প্রবাসী এবং জাপানি নাগরিকত্ব গ্রহণকারী। স্বামী সর্বানু দাশ, পুত্র আদিত্য দাশ এবং কন্যা কৃষ্টি দাশকে নিয়ে দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন। সেই সুবাদেই ইন্দ্রমোহন রাজবংশী প্রায়শই জাপান সফর করে থাকেন।
২৬ জুলাই রোববার টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার বিডিও হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সুখেন ব্রহ্ম।

সংবর্ধনার শুরুতেই ’৫২ ভাষা আন্দোলন, ’৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিভিন্ন ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাপানি বন্ধুরাও নীরবতা পালন করেন।

এরপর নারমীন হক এবং রওনক হাকিম মনি প্রবাসী কমিউনিটির পক্ষে শিল্পী দম্পতিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। এছাড়াও সার্বজনীন পূজা কমিটি জাপান এর পক্ষে তনুশ্রী বিশ্বাস ফুলেল শুভেচ্ছা জানান। সার্বজনীন এই সংবর্ধনা সভায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনসমূহের পক্ষ থেকে জাহিদ চৌধুরী, নাসিরুল হাকিম, সুনীল রায়, মোল্লা ওয়াহিদুল ইসলাম, বাকের মাহমুদ, অজিত বড়–য়া, জাকির হোসেন জোয়ার্দ্দার, কাজী মাহফুজুল হক, কাজী এনামুল হক, সালেহ মো. আরিফ, বেবী রানী কর্মকার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর জীবন বৃত্তান্ত সম্বলিত বিশদ বক্তব্য রাখেন মুনশী কে আজাদ। বাংলাদেশ আওয়ামী জাপান শাখার সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা এবং বিএনপি জাপান এর সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা কমিউনিটির পক্ষে যৌথভাবে ইন্দ্রমোহন রাজবংশীয় হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় হলভর্তি দর্শক শ্রোতা মুহুর্মুহু করতালি দিয়ে অভিনন্দন জানান। এছাড়াও বাংলাদেশ লেখক-সাংবাদিক ফোরাম জাপান এর পক্ষে কামরুল আহসান জুয়েল গুণী এই শিল্পীকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। আওয়ামী লীগ এবং বিএনপিকে একই মঞ্চে দেখে গুণী এই শিল্পী অবাক বনে যান।

কবি মুকুল মোস্তাফিজ এবং বাকের মাহমুদ ইন্দ্রমোহন রাজবংশীকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করে শোনান।

সংবর্ধনার জবাবে ইন্দ্রমোহন রাজবংশী বলেন, আমার এই শিল্পী জীবনে দেশি বিদেশি অনেক সম্মাননা এবং সংবর্ধনা আমি পেয়েছি। কিন্তু আজকের এই সংবর্ধনা আমার জীবনে তিনটি কারণে মাইল ফলক হয়ে থাকবে। আজকের এই সংবর্ধনা নিতে পেরে আমি অভিভূত, আবেগে আপ্লুত এবং একই সঙ্গে বাকরুদ্ধ। তিনটি কারণে আজকের দিনটি আমার স্মরণীয় হয়ে থাকবে। প্রথমত এই প্রথম সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিক সংগঠন থেকে স্মারক উপহার পেলাম। দ্বিতীয়ত এই প্রথমবারের মতো আওয়ামী লীগ বিএনপিকে একই সঙ্গে মঞ্চে তাদের কাছ থেকে সম্মাননা নেয়া এবং তৃতীয়ত আজকের এই অনুষ্ঠানটি সার্বজনীনভাবে করা। আমাদের সংস্কৃতিতে সার্বজনীন শব্দটি প্রায় উঠেই গেছে। প্রবাসেও বড় দলগুলোর মধ্যে গ্রুপিং থাকে। এক গ্রুপ আসলো তো অপর গ্রুপের বিরোধিতা থাকে। সেইখানে আওয়ামী লীগ-বিএনপি একই মঞ্চে থেকে সম্মান জানানো খুবই বিরল একটি ঘটনা। আমি বাংলাদেশেও সবখানে বিষয়টি বলবো। আপনারা উদাহরণ হয়ে থাকবেন। আমি বাংলাদেশের হাজার বছরের লোকসঙ্গীত নিয়ে কাজ করছি, প্রায় শেষ পর্যায়ে, আপনারা দোয়া করবেন।

সংবর্ধনা শেষে সঙ্গীতানুষ্ঠানে স্বাধীনতার প্রেক্ষাপট বর্ণনা করে শিল্পী দম্পতি ইন্দ্রমোহন রাজবংশী এবং দীপ্তি রাজবংশী) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। গান পরিবেশন করে তাদের নাতি আদিত্য দাশ এবং কৃষ্টি দাশ। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন যেরোম গোমেজ, জাহিদ চৌধুরী, সর্বানু দাশ এবং আনদো চিজুরু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুয়েল আহসান কামরুল।

rahmanmoni@gmail.com

সাপ্তাহিক

Leave a Reply