মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার চাপায় আব্দুল মজিদ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ মেঘনা ঘাট এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শীর্ষ নিউজ
Leave a Reply