শেখ মো. রতন: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত ও চার হামলাকারীকে আটক করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার কালীর চর, চর আব্দুল্লা ও বকচর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
হামলায় সিরাজ (৩৫), ইসলাম (৩০), লোকমান (২৮), অহিদ (৩০) ও ইমতাজসহ (৩৫) ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় জড়িত চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
হামলার শিকার বালু শ্রমিকরা জানান, চাঁদপুর জেলার মোহনপুরের বাবুল চৌধুরীর লোকজন অবৈধভাবে জোর করে মুন্সীগঞ্জের বকচর, চর আব্দুল্লাহ ও কালীর চরে এসে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে। এতে বাধা দিলে বাবুল চৌধুরীর শতাধিক সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় বালু উত্তোলনকারী ড্রেজার মা-বাবার দোয়া-২, মা ড্রেজিং প্রকল্প-১, মা ড্রেজিং প্রকল্প-৩, সততা ড্রেজিং প্রকল্প দিবানিশি ড্রেজার, সাকিব সাব্বির ড্রেজার-৩ ও আল আকছা ড্রেজার নামের সাতটি ড্রেজারে ভাঙচুর ও লুটপাট করে। এতে আহত হয় ১০ বালু শ্রমিক।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এ এস আই) রাম প্রসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে।
বালু উত্তোলনের সীমানা নিয়ে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
রাইজিংবিডি
Leave a Reply