মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ৪টি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি ৬ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। অপর দুটি অ্যাম্বুলেন্স এক থেকে দুই সপ্তাহ পরপর মেরামত করে সচল রাখা হলেও এর মধ্যে একটি এক সপ্তাহ আগে বিকল হয়ে পড়ায় বর্তমানে মাত্র একটি অ্যাম্বুলেন্স সচল রয়েছে। আর সচল থাকা অ্যাম্বুলেন্সটি ৬ মাস আগে সরকারি বরাদ্দ না থাকায় চালকদের ব্যক্তিগত ৬০ হাজার টাকা খরচ করে মেরামত করা হলেও মঙ্গলবার পর্যন্ত সে টাকা চালকরা পাননি। বর্তমানে বিকল ৩টি অ্যাম্বুলেন্স খোলা আকাশের নিচে পড়ে আছে।
এ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে স্থানান্তর করা রোগীদের ঢাকায় নিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্বজনরা। আর অ্যাম্বুলেন্সের অভাবে আশঙ্কাজনক রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় অনেক রোগী পথেই মৃত্যুবরণ করছেন।
হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. জসিমউদ্দিন জানান, ৬ মাস আগে একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যাওয়ায় চালক মনির হোসেন ও আতাউর রহমান মিলে ৬০ হাজার টাকা দিয়ে মেরামত করে সচল রাখলেও এখন পর্যন্ত মেরামতের টাকা কর্তৃপক্ষ দেয়নি। ২০১৩ সালের শেষের দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুরনো একটি অ্যাম্বুলেন্স মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ব্যবহারের জন্য যুক্ত করা হয়। এক সপ্তাহ ধরে সেটিও বিকল হয়ে পড়ে আছে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শহীদুল ইসলাম জানান, সরকারি বরাদ্দ না থাকায় হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো মেরামত করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সমকাল
Leave a Reply