সংসদে শিল্পমন্ত্রী – শিল্প-কারখানা ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা

“রাজধানী ঢাকাকে বাঁচাতে সকল শিল্প-কারখানা ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে এ কাজ শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতায় হাজারীবাগের ট্যানারি শিল্পসমূহ স্থানান্তরের জন্য সাভার উপজেলার কান্দিবৈলারপুর ও চন্দ্রনারায়ণপুর মৌজা এবং কেরানীগঞ্জ উপজেলার চরনারায়ণপুর মৌজাধীন ১৯৯ দশমিক ৪০ একর জমির উপর পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে।” আজ রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব তথ্য জানান।

সরকার দলীয় সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা শহরে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এবং পরিবেশবান্ধবহীন স্থানে গড়ে উঠা প্লাস্টিক ও মুদ্রণ শিল্পসমূহকে পরিকল্পিতভাবে একটি পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের জন্য বিসিকের আওতায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী এবং মুদ্রণ শিল্পনগরী স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। পুরানো ঢাকার ক্যামিকেল মজুদাগার বা কারখানা দ্রুত সরানোর জন্য বিসিকের আওতায় কেরানীগঞ্জ উপজেলার সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। একইভাবে ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং অ্যান্ড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প স্থানান্তরের জন্য মুন্সিগঞ্জ টংগীবাড়ী উপজেলায় ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং শিল্পনগরী স্থাপনের বিষয়টিও পরিকল্পনাধীন রয়েছে।

শিল্পমন্ত্রী আরো জানান, এসব শিল্পনগরীসমূহ বাস্তবায়িত হলে পুরনো শিল্পকারখানা স্থানান্তরের পাশাপাশি নতুন শিল্প স্থাপন সম্ভব হবে। এ ছাড়া ঢাকা শহরের অদূরে কেরানীগঞ্জ, ধামরাই, তাঁরাবোতে জামদানি শিল্পনগরী, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পঞ্চবটিতে হোসিয়ারি শিল্পনগরী স্থাপন করা হয়েছে।

কালের কন্ঠ

Leave a Reply