অ্যামির‌্যাটস সিমেন্ট কারখানার সামনে প্রতিবাদ

শেখ মো. রতন: অ্যামির‌্যাটস সিমেন্ট কারখানয় ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় বাধা ও অবৈধভাবে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সপরিবারে আন্দোলন করছেন শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দিকে কারখানর গেটের কাছে প্রতিবাদ তিনি জানান।

শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, তাকে কারখানার ভেতর যেতে দেওয়া হয়নি, এমনকি শ্রমিকদের বের হতে দেয়নি কারখানার কর্তৃপক্ষ। এদিকে কারখানার গেটের সামনে ব্যানার লাগিয়ে প্রতিবাদ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং উঠিয়ে দয়ে। শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে তিনিসহ বেশকিছু শ্রমিককে ইতিপূর্বে চাকুরীচ্যূত করা হয়।

টাইমটাচনিউজ

Leave a Reply