ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‌্যালি ও ডিজিটাল মেলা

টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। এর আগে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফজলে আজিম এই মেলার উদ্বোধন করেন এবং র‌্যালীতে নেতৃত্ব দেন।

এ সময় তার সাথে ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বীথি দেবনাথ, টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সভাপতি ব.ম শামীম, সাধারণ সম্পাদক ফিরোজ আলম বিপ্লবসহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত মেলায় সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার স্টলসহ মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। এতে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে দর্শনার্থীদের ধারনা দেওয়া হয়।

বিক্রমপুর চিত্র

Leave a Reply