মুন্সীগঞ্জে চলছে জমজমাট কোচিং বাণিজ্য!

সরকারি নীতিমালার তোয়াক্কা না করে
নাদিম মাহমুদ: বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষে কোচিং বানিজ্য বন্ধ করার জন্য ২০১২ সাল থেকে যে প্রনয়ন নীতিমালাকে তোয়াক্কা না করে শিক্ষকরা বাসা-বাড়ী সহ বিভিন্ন স্থান কক্ষ, ফ্ল্যাট ভাড়া নিয়ে নীরব জমজমাট কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে করে শিক্ষক শিক্ষার্থীরা স্কুল ও কলেজের প্রতিষ্ঠানের পাঠদানে মনোযোগী না হওয়ার কারনে শিক্ষা ব্যবস্থা দিন দিন ভেঙ্গে পরছে ।

সরকারি বেসরকারী স্ব স্ব স্কুলের শিক্ষক কর্তৃক পরিচালনায় অর্থশালী পরিবারের শিক্ষার্থীরা প্রাইভেট কোচিং সেন্টারে প্রতি বিষয়ে ৫শ থেকে এক হজার টাকা মাসিক বেতন হারে পাঠদান নিচ্ছে। আর দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা অর্থের অভাবে কোচিং করতে না পেরে পরীক্ষার সময় নির্ঘাত তাকে ফেল করতে হয় বলে অভিভাবকদের অভিয়োগ।

ওই নীতিমালায় শাস্তিযোগ্য আইন বেধে দিয়ে উল্লেখ করা হয়েছে, সরকারি বেসরকারী কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক একই স্কুলের শিক্ষার্থীকে বা কোন শিক্ষক কোচিং বাণিজ্য জড়িত থাকতে পারবেনা । তবে শিক্ষকদের অতিরিক্ত রোজগারের জন্য স্কুল চলাকালিন সময়ে আগে বা পরে পাঠদান হ্রাস প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক কর্তৃক আবেদন ক্রমে উপজেলা ভিত্তিক স্কুল প্রতিষ্ঠানে প্রতি বিষয়ে ১শ ৫০টাকা মাসিক বেতন হারে কোচিং করাতে পারবে।

এক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হতে হবে ৪০ জন। শিক্ষকরা আরো সুবিধা পাবার জন্য এক স্কুলের শিক্ষক অন্য যে কোন স্কুলের ১০জন শিক্ষর্থীকে কোচিং করাতে পাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নাম রোলনং সহ প্রয়োজনীয় তথ্যাদি প্রধান শিক্ষককে লিখিত ভাবে অবহিত করতে হবে। অথচ এসব নিয়মকে কর্ণপাত না করে জেলার সদর উপজেলার প্রধান প্রধান এলাকায় চলছে কোচিং বানিজ্য। শহরের র্কোটগাও, মাঠপাড়া, কলেজ পাড়া, খালইস্ট, মালপাড়া, জগধাত্রীপাড়া, জমিদার পাড়া, পাচগড়িয়া কান্দি, এলাকায় বসত ঘর ভাড়া নিয়ে চলছে কোচিং বানিজ্য। ৬ষ্ঠ শ্রেণি থকে অনার্স প্রর্যন্ত ছাত্র-ছাত্রীরা ঝাপিয়ে পরছে কোচিং এর দিকে।

এদিকে উচ্চ মাধমিক ছাত্র-ছাত্রী বেশী ঝাপিয়ে পরছে। এইচ এস সি প্রথম বর্ষে থেকে অনার্স প্রর্যন্ত ছাত্র-ছাত্রী ১০০ কোঠায়। প্রতিটি ব্যাচে ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী প্রত্যকটি কোচিং এ পরছে। প্রত্যক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা হাতিয়ে নিচ্ছেন শিক্ষকরা। সরকার এত সব নীতিমালা করা সত্বেও মুন্সীগঞ্জে প্রতিটি সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ রমরমা কোচিং বানিজ্য চালাচ্ছেন।

বিক্রমপুর সংবাদ

Leave a Reply