উদ্ধার: ঢাকায় অপহৃত নারী গজারিয়ায় উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহৃত লাকী (৫০) নামে এক নারীকে মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জালাল উদ্দিন লাকীকে উদ্ধারের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাননি।

মোহাম্মদপুর থানার এসআই (উপ-পরিদর্শক) সজিব দে দ্য রিপোর্টকে জানান, লাকী সোমবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে অপহরণ হন। কে বা কারা জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পুলিশ অভিযান চালিয়ে তাকে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা জানাননি তিনি।

লাকীর ভাই আরিফ হোসেন সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে লাকী আদাবরের নিজ বাসা থেকে বান্ধবীর বাসায় যান। সেখানে তার মোবাইলে কল আসার পর তার বোন ঢাকা উদ্যানে যান। এরপরই তাকে অপহরণ করা হয়।

আরিফ জানান, ঢাকা উদ্যান থেকে কে বা কারা তার বোনকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তারা মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে।

দ্য রিপোর্ট

Leave a Reply