সেলিনা ইসলাম: সিরাজদিখানে গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা হল রুমে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের অধীনে, মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজা সুমা।
মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে ব্যাপক আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উলফাৎ বেগম। এছাড়া স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূরুল ইসলাম ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান আ. মতিন হাওলাদার। জেলা তথ্য অফিসার সিরাজউদ্দোলা খানের সভাপতিত্বে, উপজেলার বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, স্কুল শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান-মেম্বার, মসজিদের ইমাম ও কাজীগন উপস্থিত ছিলেন।
বাংলাপোষ্ট
Leave a Reply