সমাপনী : সিরাজদিখানে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার অনুষ্ঠান

সেলিনা ইসলাম: সিরাজদিখানে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ সমাপনী অনুষ্ঠান। উপজেলা প্রশাসন আয়োজিত মেলা মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার সন্ধায় শেষ হয়েছে। উপজেলা অডিটরিয়ামে ডিজিটাল মেলায় মোট ২৭ টি প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশগ্রহণ করেছিল। মেলার উদ্বোধন করেছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ড প্রদর্শন ও মেলায় বিভিন্ন সংগঠন নাচ-গান পরিবেশন করেন।

গতকাল সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

মেলা সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজা সোমা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন, উপজেলা আ’লীগের সা.সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মতিন হাওলাদার, লতব্দি ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বাংলাপোষ্ট

Leave a Reply