দেওসারে মাদক বিরোধী সমাবেশ

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসার পঞ্চায়েত কমিটি ও যুব সমাজ যৌথভাবে মাদক বিরোধী র‌্যালী বের করেছে। র‌্যালীটি দক্ষিণ দেওসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়। সিপাহীপাড়া হয়ে হাতিমারা ও সুখবাসপুর হয়ে র‌্যালীটি ধলাগাঁও বাজারে এসে শেষ হয়। এখানে সমাবেশে বক্তব্য রাখেন হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বিকাশ, জাকির হোসেন লনি, বাচ্চু মিয়া, রাজন আহমেদ। সমাবেশে সভাপতিত্ব করেন শামিম হাসান।

বিক্রমপুর সংবাদ

Leave a Reply