আহত: টঙ্গীবাড়ীতে হামলায় স্বামী-স্ত্রী আহত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে টঙ্গীবাড়ী উপজেলার টুনিসার গ্রামে শুক্রবার সকাল স্বামী নুরু মাদবর ও স্ত্রী বিউটি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। মাথায় গুরুতর আহত অবস্থায় স্ত্রী বিউটি বেগমকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী নুরু মাদবরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নুরু মাদবর বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, নুরু মাদবরের সঙ্গে প্রতিবেশী শাহিন সেখ গংদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার থালা-বাসন ধোয়া নিয়ে দুপক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় শাহিন, আবু গংদের হামলায় নুরু মাদবর ও তার স্ত্রী বিউটি বেগম আহত হয়।

যুগান্তর

Leave a Reply