পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে নিহত ১

আরিফ হোসেন: শ্রীনগরে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের টুনিয়ামান্দ্রা গ্রামে এঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের ইদ্রিস আলী তার ভাই ফেরদৌস আলীর বাড়ী থেকে পুকুরের উপড় দিয়ে প্রায় ৫শ ফুট দূরে তার বাড়ীতে অবৈধ পল্লী বিদ্যুতের সংযোগ নেয়।

ঐদিন সকালে ওই গ্রামেরই কৃষক শান্তু মিয়া (৫০) নৌকা নিয়ে পুকুর পাড়ি দেওয়ার সময় তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এলাকাবাসী জানায় ঘটনার পরপরই নিহতের পরিবারের সাথে তিনলাখ টাকায় আপোষের চেষ্টা করে গ্রাম্য মাতব্বররা। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।

Leave a Reply