মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থী দেয়া হবে : আবদুল হাই

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক মন্ত্রী আবদুল হাই বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি মোড় নেয়া ক্ষণিকের ব্যাপার, যে কোন সময় মোড় ঘুরবে। পরিস্থিতি আমাদের অনুকুলে আসবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জোয়ার উঠলে কেউ ধরে রাখতে পারবে না।

আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থী দেয়া হবে। আন্দোলন ও পৌর নির্বাচনে কর্মীদের মাঠে রাখার জন্য এবার বিবেচনা করে বিভিন্ন কমিটি দেয়া হবে। পরীক্ষিতদের সামনের কাতারে আনতে হবে। তারা সামনে এলে কমিটি ও আন্দোলন করতে সুবিধা হবে। তিনি শনিবার সন্ধ্যায় শহরস্থ জেলা বিএনপির কার্যালয়ে শহর বিএনপি আয়োজিত কমিটি মুন্সীগঞ্জ পৌরসভার কমিটির পুনর্গঠন সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

শহর বিএনপর সভাপতি ও মুন্সীগঞ্জ পৌর মেয়র একেএম ইরাদত মানুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিএনপি নেতা তারিক কাশেম খান মুকুল, গোলজার হোসেন, ভিপি শাহীন, এডভোকেট তোতা মিয়া, মুক্তিযোদ্ধা মোতালেব সর্দার, এডভোকেট মোস্তাফিজুর রহমান, মাহবুব-উল আলম স্বপন, কাউন্সিলর কামাল হোসেন, এডভোকেট রোজিনা ইয়াসমিন, কামাল হোসেন, সালাউদ্দিন আহমেদ স্বপন, আবু হোসেন গাজী।

উল্লেখ্য, দল পুনর্গঠনের লক্ষ্যে সভায় আগামী ৫ই অক্টোবরের মধ্যে মুন্সীগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এর আগে শুক্রবার বিকেলে এক দাবিতে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির কার্যকরী কমিটির বৈঠক হয়।

রামপাল নিউজ

Leave a Reply