বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জ সদর উপজেলায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বর্ণালী ফ্যাব্রিকস ইন্ডাস্ট্রির শ্রমিকরা রবিবার বিকেল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত ঢাকা-মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা ৫-৬টি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে মালিক কর্তৃক বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিকরা অভিযোগ করেন, গত ও চলতি মাসের বেতনসহ ঈদ বোনাস দারি করা হলে মালিক কর্তৃপক্ষ বেশকিছু শ্রমিককে ছাঁটাই করে। কোনো কারণ ছাড়া বেতন-বোনাস না দিয়ে শ্রমিকদের ছাঁটাই করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, বর্ণালী ফ্যাব্রিকস ইন্ডাস্ট্রির মালিক গত মাসের বেতন ও ঈদ বোনাস আগামীকাল দিতে চেয়েছিলেন। কিন্তু শ্রমিকরা আজকেই গত ও চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দাবি করেন। এ নিয়ে বিরোধ হলে শ্রমিকরা সন্ধ্যায় সড়ক অবরোধ করেন। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply