নিখোঁজের দুইদিন পর মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে মেঘনা নদী থেকে লাশটি পাওয়া যায় বলে জানান মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস আলী।
নিহত আতিকুল ইসলাম (১৭) ঢাকার কদমতলীর দিনমজুর আবেদ আলী শেখের ছেলে। কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
ফায়ার সার্ভিসের ডুবরি মো. হুমায়ুন কবির জানান, শুক্রবার ঢাকায় বুড়িগঙ্গায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আতিকুল। দুইদিন খোঁজাখুঁজির পর দুপুরে মেঘনা থেকে তার লাশ পাওয়া যায়।
আতিকুলের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ
Leave a Reply